Advertisement


বদরখালীর পুকুরে মাতারবাড়ির যুববকের মরদেহ, রহস্য কী ?


মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বদখালীর একটি এতিমখানার পুকুর থেকে আবু সৈয়দ নামের এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চকরিয়া থানার ওসি।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার মাস্টার মোহাম্মদ উল্লাহ জানান -মহেশখালীর মাতারবাড়ি ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সৈয়দ নামের এই যুবক দীর্ঘদিন থেকে চট্টগ্রাম শহরে বসবাস করে আসছিল। তিনি ওখানে জাহাজ কাটা শিল্পর সাথে জড়িত ছিলেন। মঙ্গলবার সকালে মাতারবাড়ির পার্শ্ববর্তী বদরখালী এলাকার একটি এতিমখানার পুকুরে যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। এসময় তারা মরদেহটি পুকুর থেকে তুলে পাড়ে নিয়ে আসে। এসময় তার সাথে তার জাতীয় পরিচয়পত্রটিও পাওয়া যায়। খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে যায়অ আবু সৈয়দ স্থানীয় মনহাজির পাড়া এলাকার আমির হামজার পুত্র। ঠিক কি কারণে তার মৃত্যু হল এবং লাশটা কিভাবে পুকুরে এলো এনিয়ে বেশ রহস্য সৃষ্টি হয়েছে। চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী মরদেহটি মাতারবাড়ি ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সৈয়দ এর বলে উল্লেখ করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।