Advertisement


৪ অক্টোবর থেকে মহেশখালীতে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা


সৈয়দ মোসতফা আলী।। 
আগামী ৪ অক্টোবর থেকে মহেশখালীতে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী “৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮” । সরকারি উদ্যোগে আয়োজন করা এ মেলা চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা এ মেলার সার্বিক বিষয় সমন্বয় করছেন মহেশখালী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম সাকিব।

মহেশখালীর সব খবর’কে তিনি জানান -ইতোমধ্যে মেলা আয়োজনের প্রথমিক সব কাজ সম্পন্ন হয়েছে। দু’এক দিনের মধ্যেই সামগ্রিক কাজ সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে।


মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম জানান -এবারের উন্নয়ন মেলাকে সার্বিক দিক থেকে বর্ণাঢ্য করে তুলতে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এবার মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি স্থানীয়দের চিত্তবিনোদনের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। তিনি সমগ্র মহেশখালীবাসীকে মেলাঙ্গন পরিদর্শন করার আমন্ত্রণ জানান।

মেলায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন বলে আয়োজন সূত্রে জানাগেছে। 

ইমেজঃ হেফাজত উল্লাহ।