Advertisement


গল্প -কামাল পারভেজ

গল্প

কামাল পারভেজ ।।
ঘন জঙ্গল। তার মাঝখান দিয়ে বয়ে যাওয়া পথটি ভাল করে ঠাহর না করলে বড় সাপের মতোই মনে হয়। যেন ঝোপের ওপর থেকে বেয়ে নামা সাপ। গা চমচম করলেও ঘন লতাপাতা সরিয়ে এগুনো যায় সামনে। তার শেষ মাথায় শিমুল গাছটা। একহারা ঊর্ধ্বমুখী। ঠিক তার কুড়ি হাত দূরে ছোট্ট একটি খাল।

শিউলি ফুলের মতোই ওপর থেকে রোজ ঝরে পড়ে লাল টকটকে শিমুল। গোড়ার চারপাশটা তাই মাঝেমাঝে লাল গালিচার মতোই লাগে। কী অদ্ভুত সুন্দর। কী মায়াময়।

একদিন সেই শিমুল কুড়াতে গিয়েছিল সঞ্চিনি। মুঠোভরা শিমুল। তারপর চারদিন মুখে কোন রা নেই! কেন? -কৌতূহলের শেষ নেই পাড়ার বটপুকুরের মোড়ের আড্ডায়।