Advertisement


মহেশখালীতে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


বিশেষ প্রতিবেদক::

মহেশখালীতে আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্য বিধি না মানায় ০৫ পথচারীকে জরিমানা করা হয়েছে। আজ বিকালে কালারমারছড়া বাজারে মহেশখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) সুইচিং মং মারমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট বিস্ফোরকদ্রব্য বিক্রির বৈধ কাগজপত্র না থাকায় এক এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতাকেও জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা সবখবরকে জানান, “ আজ ০৫ ব্যক্তিকে স্বাস্থ্য বিধি না মানার কারণে ০৫টি মামলায় ১৭০০ টাকা এবং ০১ জন এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতাকে লাইসেন্স না থাকার কারণে ০১টি মামলায় ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।”

এক প্রশ্নের জবাবে মি. সুইচিং বলেন,“ মহেশখালী একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এ উপজেলার উন্নয়নে সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে। এ অভিযান আমাদের নিয়মিত অভিযানেরই অংশ।”