Advertisement


হোয়ানকে অর্ধশত সুপারি গাছে দুর্বত্তদের কোপ


রকিয়ত উল্লাহ

মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ডেইল্যাঘোনা এলাকায় প্রায় ৫০-৭০ টি সুপারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী কামরুজ্জামান অভিযোগ করে বলেন, “ডেইল্যা ঘোনার মোরশেদ আলমের নেতৃত্বাধীন একটি পক্ষ প্রকাশ্যে প্রথমে আমার দোকান ভাংচুর করে এর রেষ ধরে হয়ত জায়গা দখল করতে প্রায় ৬০-৭০ টি সুপারি গাছের ছারা কেটে ফেলেছে। আমি এর জন্য আইনের আশ্রয় নিচ্ছি।”

তবে অভিযুক্ত মোরশেদ আলম অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বলেন, “কে বা কারা গাছ গুলো কাটছে আমরা জানি না। তবে তাদের সাথে একটি জমি নিয়ে আমাদের বিরোধ আছে। যা আদালতে বিচারাধীন আছে। যেটি আদালতে ও নিষেধাজ্ঞা আছে। তারপরও আদালতের নিষেধাজ্ঞা না মেনে দোকান নির্মাণ করে আসলে আমরা বাঁধা দিয়। এতেই একটি পক্ষ গাছ গুলো কেটে আমাদেরকে ফাঁসানো চেষ্টা করতেছে। আমরাও চাই গাছ গুলো যে বা যারা কাটছে তদন্ত পূর্বক তাদের উপর আইনের ব্যবস্থা নেওয়া হউক।’

স্থানীয় ইউপি মেম্বার আব্দুল করিম জানান স্থানীয় দুইটি পক্ষ একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ ধরে বিরোধ চলে আসছে। আজ যে বা যারা সুপারি গাছগুলো কেটে ফেলেছে তা নিয়ে এলাকায় একটি অরাজকতা সৃষ্টি হচ্ছে। এবিষয়ে বড় ধরনের সংঘাত না হওয়ার আগে দ্রুত সময়ে আইনের হস্তক্ষেপ কামনা করেন।