Advertisement


মহেশখালীতে উন্নয়ন সংস্থা ইপসার কর্মশালা শুরু


প্রেস বিজ্ঞপ্তি।।
মহেশখালীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার উদ্যোগে দু’দিনের এক কর্মশালা শনিবার থেকে শুরু হয়েছে। সকালে মহেশখালী লিডারশীপ স্কুলস্থ ইপসার নতুন অফিসের হলরুমে এ আয়োজন শুরু হয়। মূলতঃ এ সংস্থা কর্তৃক মহেশখালীতে বাস্তবায়নাধীন প্রকল্প নিয়ে সংশ্লিষ্টদের সাথে ধারণা বিনিময়ের জন্য এ কর্মশালাটি চলছে। 

জানাগেছে -মহেশখালীতে ইপসা কতৃক বাস্তবায়িত জীবিকা পরিকল্পনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় এলএনজি টার্মিনালের কারণে ক্ষতিগ্রস্ত জেলেদের চিহ্নিতকরণ ও সার্ভে করার লক্ষ্যে ২ দিনব্যাপী এ কর্মশালা চলছে। কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে পদ্ধতিগত ধারণা বিনিময়সহ উন্নত উপায়ে কাজ সম্পাদনের বিষয়ে হাতেকলমে জ্ঞান বিনিময় হয়। কর্মশালায় সংস্থাটিতে বিভিন্ন পদে কর্মরত ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। 

এতে প্রশিক্ষকদের মধ্য উপস্থিত ছিলেন -ইপসা সমাজ উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর নাসিম বানু শ্যামলী, ইপসা রিচার্স বিভাগের ড. প্রবাল বড়ুয়া, মোর্শেদ হোসাইন মোল্লাসহ সংশ্লিষ্ট প্রকল্পে নিযুক্ত কর্মকর্তা। এ সময় সংস্থাটির কর্মীগণও উপস্থিত ছিলেন।