Advertisement


মহেশখালীতে এসএসসি পরীক্ষায় কৃতকার্যদের সংবর্ধনা ও গীতা বিতরণ


আবুল বশর পারভেজ ।।
 
মহেশখালীতে ২০১৬সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও শ্রীমদ্ভগবত গীতা বিতরণ করেছে শ্রী শ্রী আদিনাথ নামহট্ট সংঘ (ইস্কন) ঠাকুরতলা, মহেশখালী। ৫ সেপ্টেম্বর বিকাল ৩টায়  সনাতনধর্মের তীর্থ স্থান আদিনাথ মন্দির  প্রাঙ্গনে  বৈষ্ণব প্রবর শ্রীযুক্ত দুলাল ভট্টাচার্য্য এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় আলোচনায় আর্শীবাদক ছিলেন শ্রী শ্রী রাধা দামোদর মন্দির (ইস্কন) কক্সবাজারের অধ্যক্ষ শ্রীমান রাধা গোবিন্দ দাস ব্রক্ষচারী, অনুষ্টানের শুভ উদ্বোধন করেন পেট্রো বাংলা জিটিসিএল এর উপ ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার দেবাশীষ কুমার সরকার, প্রধান ব্ক্তা ছিলেন চ্ট্গ্রাম নন্দনকাননস্থ  রাধা -মাধব ও গৌর নিতাই মন্দির এর অধ্যক্ষ  ও ইস্কন ইয়ুথ ফোরাম এর পরিচালক শ্রীমান পন্ডিত গদাধর দাস ব্রক্ষচারী, প্রধান অতিথি ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ শ্রীযুক্ত বাবুল চন্দ্র বনিক,বিশেষ অতিথি ছিলেন মহেশখালী পূজা উদযাপন পরিষদ এর সভাপতি আওয়ামীলীগ নেতা  শ্রীযুক্ত মাষ্টার ব্রজ গোপাল ঘোষ, ইউপি সদস্য চিত্ত রঞ্জন দে,প্রাক্তন উপজেলা শিক্ষা অফিসার শ্রীযুক্ত অধীর চন্দ্র দে, ও প্রাক্তন প্রধান শিক্ষক শশাংক মোহন দে প্রমুখ।এ সময় এবারের এস এস সি পরীক্ষায় উর্ত্তীণদের আরো ভাল ফলাফলের জন্য উপদেশ প্রদান করেন। মহেশখালী দ্বীপটি সরকারের উন্নয়ন প্রকল্পের একটি রোড় মডেল তাই  এ সব প্রকল্পে কর্মস্থান তৈরী করতে এলাকার শিক্ষার্থীদের  জ্ঞান ও দক্ষতা ভিত্তিক শিক্ষা গ্রহনের আহবান জানান। এই সাথে ধর্মীয়  জ্ঞান চর্চায়  শ্রীমদ্ভগবত গীতা  পাঠ করে পারমার্থিক জ্ঞান  লাভ করে তা বাস্তব জীবনে প্রয়োগ করার উপদেশ দেন।কৃতকার্য শিক্ষার্থীদের  শ্রীল প্রভুপাদ এর “শ্রীমদ্ভগবত গীতা যথাযত” গ্রন্থ বিতরণ করেন। সংবর্ধনা অনুষ্টানে মহেশখালী উপজেলায় বসবাসরত সনাতন সম্প্রদায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।