Advertisement


মহেশখালীর সন্তান ইউএনও মোঃ আবুল হাশেম পেলেন চট্টগ্রামের শ্রেষ্ঠ ইনোভেশন এওয়ার্ড



মাহবুব রোকন।। চট্টগ্রাম  জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ এর সমাপনী দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গতকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে। এতে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ইনোভেশন টিম লিডার হিসেবে পুরস্কারে ভূষিত হলেন মহেশখালীর সন্তান পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম। 

সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য এটুআই প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় ১২ থেকে ১৪ জানুয়ারি-২০১৭ সারাদেশে আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় পটিয়া উপজেলা প্রশাসন কর্তৃক বর্তমানে সরকারের সমস্ত উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরে যা চট্টগ্রাম জেলার প্রশাসনিক অভিভাবক জেলা প্রশাসক মহোদয়  পরিদর্শন করেন। তিন দিনের ডিজিটাল উন্নয়ন মেলায় পটিয়াতে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শামশুল হক এমপি। তিনি বলেছেন-শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়নে বদলে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে চলেছে পটিয়া উপজেলা। উন্নয়নের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা  এখন বিশ্ববাসীর কাছে প্রভাবশালী নারীর তালিকায় স্বীকৃতি পেয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে জেলা প্রশাসক মোঃ সামশুল আরেফিন এর হাত থেকে  শ্রেষ্ঠ ইনোভেশন এওয়ার্ড গ্রহণ করেন পটিয়া থানা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম। এ সময় উপস্থিত ছিলেন জেলার সমস্ত উচ্চ পদস্থ কর্মকর্তাসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। জেলার শ্রেষ্ঠ এওয়ার্ড প্রাপ্ত পটিয়ার নির্বাহী অফিসার এ সম্মান উৎসর্গ করেন উপজেলার যে সকল অফিসার ইনোভেশন প্রকল্প অংশগ্রহণ করেছেন তাদের প্রতি।