Advertisement


মহেশখালীতে বিপুল ইয়াবাসহ নারী গ্রেফতার


বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে বুধবার রাতে মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে। রাতে একটু আগে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ওসি প্রদীপ কুমার দাশ মহেশখালীর সব খবরকে জানান পুলিশ নিজস্ব গোয়েন্দা সূত্র ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। ধৃত ইয়াবা সম্রাজ্ঞির নাম জামু খাতুন বলে জানাগেছে।

আপডেট: মহেশখালীতে গতকাল বুধবার রাতে মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে। রাতে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ওসি প্রদীপ কুমার দাশ দৈনিক কক্সবাজারকে জানান পুলিশ নিজস্ব গোয়েন্দা সূত্র ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। ধৃত ইয়াবা সম্রাজ্ঞীর নাম ঝামু খাতুন ওরফে ঝামুনি বলে জানাগেছে। সে দীর্ঘ দিন থেকে কক্সবাজার-টেকনাফের ইয়াবা সংগ্রহ ও সরবরাহ চক্রের সদস্য হিসেবে কাজ করে আসছিল। ওসি জানান গত কয়েকদিন থেকে তাকে গ্রেফতার করতে পুলিশ নানা গোয়েন্দা কৌশল অবলম্বন করে আসছিল। সর্বশেষ গতকাল রাতে পুলিশের জালে আটকা পড়ে সে। এসময় পৌরসভার পুটিবিলা দাসিমাঝি পাড়া এলাকায় তার আস্তায় অভিযান চালিয়ে পুলিশ দেড় হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার বিশাল ইয়াবা কানেকশনের কথা স্বীকার করেছে। এনিয়ে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।