Advertisement


অাদিনাথ মন্দিরের নতুন সিঁড়ি উদ্বোধন করলেন এমপি অাশেক। .



আবুল বশর পারভেজ

উপ-মহাদেশের  সনাতন ধর্মীয় তীর্থস্থান মহেশখালীর অাদিনাথ মন্দিরের প্রাচীন জরাঝীর্ণসিড়ি সরিয়ে নতুন সিড়ির অানুষ্টানিক উদ্বোধন করেছেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য অালহাজ্ব অাশেক উল্লাহ রফিক এমপি।উদ্বোধন কালে প্রধান অতিথি এমপি অাশেক বলেন,ধর্মকে ব্যবসায়ীক হাতিয়ার নয়, সৃষ্টিকর্তার পূন্য লাভের অাশায় কাজ করুন। যারা যুগ যুগ ধরে অাদিনাথকে পরিচালনা করেছিল তারা ধর্মীয় অনুভূতিতে কাজ করেনি। তাই দেশ এগিয়ে গেলেও অাদিনা্থ মন্দিরের উন্নয়নের কোন টেকসই পরিকল্পনা গ্রহণ করেনি।সৎ ইচ্ছা ও মনোবলের কারনে যারা ধর্মীয় চেতনা ও সকল নাগরিকের কল্যাণে কাজে এগিয় এসেছে তারা সাফল্য অর্জন করেছে।এমপি অাশেক অাদিনাথ মন্দিরের জন্য ১০ লক্ষ টাকার অনুদান ঘোষনা করেন। মহেশখালী থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশের নিজস্ব অর্থায়নে নির্মিত সিড়ি ২১জুলাই অানুষ্টানিক উদ্বোধন হয়। উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অাবুল কালাম,তার বক্তিতায় সাবেক এসিল্যন্ড বিভিষন কান্তি দাস,ওসি বাবুল চন্দ্র বনিক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তাদের হাত ধরে অাদিনাথ মন্দিরের উন্নয়নের যাত্রা শুরু হয়ে ওসি প্রদীপ দাশ অারো বেশী অালোকিত করেছে মহেশখালীর অাদিনাথ মন্দির।

বিশেষ অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল রতন কুমার দাশ গুপ্ত,মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ।মহেশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদেরর সভাপতি ব্রজ গোপাল ঘোষ এর সভাপতিত্বে ও মহেশখালী থানার ওসি (তদন্ত)একে এম মোহাম্মদ শফিকুল অালম চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে ধর্মীয় গীতাপাঠ করেন  শ্রী শ্রী অাদিনাথ মন্দিদের ব্রাক্ষণ শংকর চক্রবর্তী।বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক দিলীপ কুমার দাশ,
মহেশশালী হাসপাতালের
 চিকিৎসক শিমুৃল ভট্ট্যাচার্য,
মহেশখালী পৌর কাউন্সিলর
রতন কান্তি দে,ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ অাহাম্মদ,হোয়ানকের
 সাবেক চেয়ারম্যান ফরিদুল অালম,হোয়ানক কলেজের অধ্যক্ষ সুধীর কুমার দাশ, অাওয়ামীলীগ নেতা এনামুল করিম,সাবেক মেম্বার চিত্ত রঞ্জন দে,কাউন্সিলর সনজিৎ চক্রবর্তী,কাউন্সিলর মহেশখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ছালামত উল্লাহ, ব্যবসায়ী প্রনব দে, স্বাস্থ্য সহকারী কমল ঘোষ।প্রধান অতিথিকে পুস্প মাল্যদান করেন অদ্ব্যত অচ্যুত মিশনের পক্ষে সভাপতি সন্তুোষ কুমার দে,পোস্ট মাষ্টার কানু রাম দে ও বিষ্ঠু দে।সিড়ি নির্মাতা ওসি প্রদীপ কুমার দাশকে পুস্পমাল্য প্রদান করেন অাদিনাথ মন্দিরের তত্তাবাধায়ক দুলাল  কান্তি দে।

-