Advertisement


নির্বাসিত তসলিমা

মানিক বৈরাগী

নির্বাসিত তসলিমা
অনেক বেশি শক্তিধর
অনেক বেশি আবেগময়
অনেক বেশি সম্প্রসারণশীল
অনেক বেশি পঠিত হয়
অনেক বেশি সংঘটিত -
গতকাল তাঁর জন্মদিন পালিত হলো তসলিমা বিহিন। সারাদেশে কোন না কোন প্রান্তরে তসলিমার জন্য কয়েক জন কয়েকজন করে একত্রিত হয়েছে তসলিমাকে ভালোবেসে, তসলিমাবিদ্যাকে অধ্যয়ন করে।সারাদিন ফেসবুক, টুইটার, গুগলি ছিল তসলিমাময়।

অনেকেই দলবদ্ধ হয়ে তসলিমামণ্ডিত টি সার্ট পড়ে নির্বাসনের নীরব প্রতিবাদ করেছে, তসলিমার জন্য নীরব সমর্থনের উচ্ছ্বাস প্রকাশ করেছে। অনেক ব্লগ, অনলাইন পত্রিকা, অনেক ফেসবুক পেইজ বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। অনেক ওয়েবজিনও করেছে তার জন্মদিনের বিশেষ আয়োজন।

কিছু কিছু বিসুভিয়াসের বিস্ফারণ ঘটে এভাবেই।

ভালো থেকো প্রিয় তসলিমা, তোমার জন্যে জেগেছে পুরুষ, জেগেছে নারী জেগে আছে বাংলাদেশ।

তসলিমা বিহীন বাংলাদেশে হাজারো তসলিমা প্রান্তরে.. প্রান্তরে জড়ো হচ্ছে -হবেই।

মানিক বৈরাগী
২৭ আগস্ট ২০১৮