Advertisement


মহেশখালী-বদরখালী চ্যানেল থেকে জেলের লাশ উদ্ধার ::

রকিয়ত উল্লাহ, উত্তর মহেশখালী

মহেশখালী-বদরখালী চ্যানেলের বদরখালী জেটি ঘাট থেকে আজ সকালে  এক জেলের লাশ উদ্ধার করেছে বদরখালী নৌ-পুলিশ। 

উদ্ধারকৃত লাশটি লামা ফাসিয়াখালীর ৬নং ওয়াডের হায়দারনাশীর মৃত কালামিয়ার পুত্র  সোলতান আহমদের বলে জানা গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি এখনো বদরখালী নৌ-পুলিশ ফাড়িতে  রয়েছে।