Advertisement


করোনা: মহেশখালীতে ১৫৪ জনের মধ্যে ১৩৬ জনই সুস্থ ::

অসীম দাশ।।
মহেশখালীতে গতকাল নতুন করে আরও একজনের দেহে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১৫৪ জনে। তবে অর্ধেকেরই বেশি সুস্থ হয়ে উঠেছেন।

মহেশখালী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের তথ্য বলছে, এ বছরের ১৯ এপ্রিল মহেশখালীতে প্রথম ধাপে তিন জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। পরবর্তীতে ক্রমানয়ে এ সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৫৪ জনে।

ইতিমধ্যে সংক্রমিত ১৫৪ জনের মধ্যে ১৩৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৮ জন সংক্রমিত ব্যক্তি।- মহেশখালীর সব খবরকে এই তথ্য নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন নুরুল আলম হেলালী।