
মহেশখালীতে তিন বসতঘর আগুনে পুড়ে ছাই ::
Monday, August 3, 2020
Comment
মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড় উত্তর নলবিলার আকবরহাজীর পাড়ায় ৩টি বসতবাড়ি আগুনে পুড়ে গেছে।
গতকাল মধ্যরাতে আনুমানিক আড়াইটার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের সূত্রপাত সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের কেউই নিশ্চিত ভাবে বলতে পারছে না, তবে বৈদ্যুতিক সংযোগ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন সাদ্দাম হোসেন নামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের একজন । তিনি জানান, গতকাল রাতে আনুমানিক আড়াইটার সময় তাঁর এবং মোঃ জামাল ও বেলাল হোসেনের বাড়ীতে আগুন লাগে। আগুনে এই ৩ বাড়ীর সকল আসবাবপত্র ও নগত অর্থ পুড়ে গেছে। তবে কোনো মানুষ হতাহত হয়নি।
প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে যায় সাদ্দাম, জামাল ও বেলাল হোসেনের পরিবারের শেষ সম্বলটুকু। সকালে স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিরোনাম ছিলো.. "মহেশখালীতে তিন বসতঘর আগুনে পুড়ে ছাই ::"
Post a Comment