Advertisement


মহেশখালীতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে চুরি


আ ন ম হাসান ।।

ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্পের আওতায় মহেশখালী সমাজসেবা কার্যালয়ের পরিচালনাধীন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অফিসে চুরির ঘটনা ঘটেছে।
চুরির বিষয়টি নিশ্চিত করেন উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা কাম প্রধান প্রশিক্ষক মাহামুদুল করিম সবখবরকে বলেন, “মহামারী করোনার প্রকোপ দেখা দিলে প্রশিক্ষণ কেন্দ্রের সকল কার্যক্রম বন্ধ রাখা হয় ৷ প্রশিক্ষণ কেন্দ্রের নিয়মিত কার্যক্রম শুরু করতে ১৩অক্টোবর সকাল ১০টার দিকে অফিস কক্ষে প্রবেশ করলে একপাশের জানালার গ্রিল ভাংগা অবস্থায় দেখা যায়, অফিসের মূল্যবান কাগজপত্র তছনছ অবস্থায় পাওয়া যায় ৷”

এ ঘটনায় মহেশখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে ৷ উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, প্রশিক্ষণ কেন্দ্রটি পৌরসভার ৪ ও ৮নং ওয়ার্ডের আওতাধীন এলাকায় অবস্থিত ৷ সমাজসেবা কার্যালয় ও মহেশখালী থানার তরফে উক্ত ওয়ার্ডদ্বয়ের কাউন্সিলর ও প্যানেল মেয়প বাবু মংলায়েন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মিশকাত সিকদারকে চুরির বিষয়টি তদন্তপূর্বক সন্দেহভাজন ব্যাক্তিদের তালিকা দিতে বলা হয়েছে ৷