Advertisement


মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে পস্কোর সিকিউরিটি অফিসার ও ছাত্রলীগ নেতা সুমন আটক


সব খবর রিপোর্ট।।
মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত পস্কো (POSCO) কোম্পানির সিকিউরিটি অফিসার ও ছাত্রলীগ নেতা সুমন বাপ্পিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে প্রকল্প এলাকা থেকে তাকে আটক করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সুমন বাপ্পি দীর্ঘদিন ধরে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে নিরাপত্তা কর্মকর্তার পদের আড়ালে প্রভাব খাটিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ঠিকাদারি কাজ থেকে কমিশন বাণিজ্য এবং প্রকল্প এলাকা থেকে মূল্যবান ক্যাবল (তার) পাচারে সরাসরি মদদ দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। তিনি প্রকল্প এলাকায় একটি প্রভাবশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে নজরদারিতে রেখেছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে তাকে আটক করা হয়।

সুমন বাপ্পি আটক হওয়ার খবরে প্রকল্প এলাকার সাধারণ শ্রমিক ও স্থানীয়দের মাঝে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুমন বাপ্পি মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত আবু সৈয়দ এর পুত্র।