Advertisement


ম‌হেশখালীতে রিক এর উ‌দ্যো‌গে প্রবীণ দিবস পা‌লিত


প্রেস বিজ্ঞপ্তি।।
আন্তর্জা‌তিক প্রবীণ দি‌বসের  এবা‌রের  মূল প্র‌তিপাদ্যের বিষয় হ‌চ্ছে  'বৈশ্বিক মহামারীর বার্তা - প্রবীণদের সেবায় নতুন মাত্রা'। দিবস‌টি উপল‌ক্ষে সকাল ১০টায় বি‌ভিন্ন ইউ‌নিয়‌নের প্রবীন ক‌মি‌টির নেত্রীস্থানীয় ব্য‌ক্তিবর্গ, রি‌সোর্স ই‌ন্টি‌গ্রেশন সেন্টার (রিক) এর এ‌রিয়া অ‌ফি‌স এর প্রশিক্ষন সেন্টা‌রে উপ‌স্থিত হন। সক‌লই  মাক্স প‌রে এবং সামা‌জিক নিরাপদ দূরুত্ব‌/স্বাস্থ‌বিধী মে‌নে আসন গ্রহন ক‌রে আ‌লোচনা সভায় অংশগ্রহন ক‌রেন।  উপ‌স্থিত প্র‌ত্যেক‌কেই  প্রবীন দিবসের মূল প্র‌তিপাদ্য বিষয় সম্পকীর্ত লিপ‌লেট ও প্রবীন কন্ঠ প‌ত্রিকা প্রদান করা হয় । রিক এর এ‌রিয়া ম্যা‌নেজার জনাব মোঃ কামাল উ‌দ্দিন এর সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় বক্তাগন ব‌লেন যে, বর্তমান ক‌রোনা প‌রি‌স্থি‌তে প্রবীনগন সব‌ছে‌য়ে বেশী স্বাস্থ্য ঝু‌কি‌তে  রয়ে‌ছে, তারা প্রবীন‌দের  স্বাস্থ্য সেবা প্রদা‌নে অগ্রাধীকার প্রদা‌ন করা,  ক‌রোনার কার‌নে প্র‌ত্যেক প‌রিবা‌রের আয় ক‌মায় প্রবীনরা প‌রিবা‌রে আ‌র্থিক সংক‌টে প‌রে‌ছে তাই সরকা‌রের বি‌ভিন্ন আ‌র্থিক অনুদান ও সহায়তা প্রদ‌া‌নের ক্ষে‌ত্রে প্রবীণ‌দের‌কে অগ্রাধীকার প্রদা‌ন করা  এবং সি‌নিয়র সি‌টি‌জেনসীপ কার্ড প্রদা‌ন ও বয়স্ক ভাতা বৃ‌দ্ধির  দাবী জানান। প্রবীণ‌দের‌কে বোঝা ম‌নে না ক‌রে তা‌দের অ‌ভিজ্ঞতা‌কে কা‌জে লা‌গি‌য়ে নবীনরা এ‌গি‌য়ে যা‌বে ব‌লে সভায় আশাবাদ ব্যক্ত ক‌রেন। ম‌হেশখালী উপ‌জেলায় প্রবীণ‌দের নি‌য়ে দীর্ঘ‌দিন যাবৎ কর্মসূচী পালন করায় রিক এ নির্বহী প‌রিচালক‌কে ধন্যবাদ জানান এবং তার জন্য ও সংস্থার মঙ্গ‌লের জন্য দোয়া ক‌রেন। সভায় বক্তব্য রা‌খেন ম‌হেশখালী উপ‌জেলা প্রবীন ক‌মি‌টির সভাপ‌তি মাহামুদুল হক, পৌর প্রবীণ ক‌মি‌টির সভাপ‌তি মাষ্টান ননী গোপাল দে, সাধারন সম্পাদক মোলভী মোঃ কা‌শেম, শাপলাপুর প্রবীন ক‌মি‌টির সভাপ‌তি মাওলানা ওসমান গ‌ণি, ছোট ম‌হেশখালী প্রবীন ক‌মি‌টির সাধারন সম্পাদক মীর কা‌শেম।