নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন জেলা, উপজেলা ও পৌর বিএনপির বর্তমান এবং সাবেক সিনিয়র নেতারা।
আজ বিকাল ৪টায় মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা এককাতারে সমবেত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। জেলা বিএনপির সহসভাপতি ও মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আলমের সভাপতিত্বে দোয়া মাহফিলে দলের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রুহুল কাদের বাবুল চেয়ারম্যান, জেলা বিএনপির সহসভাপতি মাস্টার আব্দুল মান্নান, মহেশখালী পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ডা. কামাল চৌধুরী, ছোট মহেশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মেম্বার, কুতুবজোম ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম শফী মেম্বার, মাতারবাড়ি বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ মেম্বার, বিএনপি নেতা আব্দুর রহিম, অ্যাডভোকেট আনসারুল হক, পৌর যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, বিএনপি নেতা আব্দুল জব্বার, মহেশখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক কমিশনার হামিদুল ইসলাম হামিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেদ খান, কুতুবজোম বিএনপি নেতা শাহ আলম বাদশা মেম্বার এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ খানসহ বিএনপি–যুবদল–ছাত্রদলের বর্তমান ও সাবেক বহু সিনিয়র নেতা।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতারা ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
