Advertisement


করোনা রোধে বড় মহেশখালীতে কালের কণ্ঠ-শুভসংঘ’র মাস্ক-স্যানিটাইজার বিতরণ


এম.এনামুল।।

মহেশখালীতে দ্বিতীয় দিনের মতো পথচারী, রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ করছে কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা। আঞ্চলিক ভাষায় 'অনর মাস্ক হড়ে?'-এই স্লোগানে গতকাল শনিবার বিকেলে পৌর এলাকার চৌরাস্তা মোড়ে ওই কর্মসূচিটির উদ্ভোধন করা হয়। 

কর্মসূচির অংশ হিসেবে আজ বড় মহেশখালী ইউনিয়নের নতুনবাজার চেয়ারম্যান সিটির সামনে দ্বিতীয় দফায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন শুভসংঘ সদস্যরা। রবিবার সকালে ওই কর্মসূচিতে উপস্থিত থেকে তাদের উৎসাহিত করেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহ্বাজ এনায়েত উল্লাহ বাবুল।

মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে সচেতন করতে শুভসংঘ মহেশখালী শাখার মাস্ক বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে বক্তব্যে বড় মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল বলেন, দেশে দৃশ্যত করোনা নেই মনে হলেও প্রকৃতপক্ষে করোনা এখনো রয়ে গেছে। তাই সবাইকে এই করোনা থেকে দূরে থাকার জন্য বাড়ির বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক পড়তে হবে।


এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান দলিলুর রহমান,মহেশখালীর সব খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক এম বশির উল্লাহ, রিপোর্টার্স ইউনিটি মহেশখালীর সভাপতি এম এনামুল হক, কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অসীম দাশ গুপ্ত, শুভসংঘ মহেশখালী শাখার আহবায়ক আরিফ বিন ছালেহ, যুগ্ন আহবায়ক শাহ জাহান আরিফ, সদস্য সচিব নাজমুস সাকিব, সদস্য শাহরিয়ার, সোহেল,সিদ্দিক, ইরফান প্রমুখ।

///অসীম//এস.ই//