Advertisement


করোনা মোকাবিলায় মহেশখালীতে পুলিশের মাস্ক বিতরণ


তারেক আজিজ।।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেছে মহেশখালী থানা পুলিশ। রবিবার উপজেলার মাতারবাড়িতে এসব মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলো মহেশখালী সার্কেলের এএসপি জাহেদুল ইসলাম এবং মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল হাই।

পুলিশ জানায়, কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই দেশব্যাপী নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা। আসছে শীতে আবারও ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে বৈশ্বিক মহামারি করোনার। তাই জনসাধারণকে করোনা থেকে দূরে রাখতে পুলিশের এই উদ্যোগ।এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।