Advertisement


১২ নভেম্বর’কে উপকূল দিবস ঘোষণার দাবী মহেশখালী শুভসংঘের


নিজস্ব প্রতিবেদক।।

উপকূলের জন্য একটি দিবসের দাবী জানিয়েছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ’র পাঠক সংগঠন শুভসংঘ। কক্সবাজারের উপকূলীয় দ্বীপ উপজেলা মহেশখালীর শুভসংঘের বন্ধুরা এই দাবী জানায়। আজ সকাল দশটায় সংগঠনটির বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ হাতে দাবী সংবলিত প্ল্যাকার্ড পোস্ট করে এই দাবী জানায় তারা।

ব্যতিক্রমী এই কর্মসূচি প্রসঙ্গে মহেশখালী উপজেলা শুভসংঘের আহবায়ক আরিফ বিন ছালেহ জানান, কয়েক বছর ধরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ এই দিবস বেসরকারীভাবে পালন করে আসতেছে ৷ আমাদের দাবী ১২ নভেম্বরকে সরকারি ভাবে উপকূল দিবস ষোষণা করা হউক ৷ যাতে উপকূলের মানুষ আরো সচেতন হয় ৷

যুগ্ন-আহবায়ক জসিম উদ্দীন বলেন, “১৯৭০ সালে উপকূলের উপর আঘাত হানা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা এখনো সবার দুঃসহ স্মৃতি হয়ে রয়েছে। শুধু প্রাকৃতিক দূর্যোগে নয়, গণমাধ্যমকে সারা বছর ধরে উপকূলের মানুষের কথা তুলে ধরতে হবে। তাই আমরা ৭০’র প্রলয় স্মরণে ১২ নভেম্বরকে উপকূলবাসীর জন্য উপকূল দিবস ঘোষণার দাবী জানাচ্ছি। জাতীয়ভাবে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা করা হলে উপকূল সুরক্ষার বিষয়টিও সুনিশ্চিত হবে আরও।”