Advertisement


মহেশখালীর লোকজনের অংশগ্রহণে কক্সবাজারে বাপার কর্মশালা


স্টাফ রিপোর্টার।। মহেশখালীতে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের লোকজনের অংশগ্রণের মধ্যদিয়ে কক্সবাজারে দুই দিনব্যপি কর্মশালা সম্পন্ন হয়েছে। গত ২৪ নভেম্বর এ কর্মশালা শুরু হয়। 

সূত্র জানায় -বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও ওয়াটারকিপারস -বাংলাদেশ এর যৌথ উদ্যোগে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থায়ীত্বশীল উন্নয়নে জেলা পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কক্সবাজার অঞ্চলের সভাপতি প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আহবায়ক মনোয়ার মোস্তফা, বাপার ব্যবস্থাপন, গভেষক এবং বাস্তবায়ন এস.এম আরাফাত, নুরুল আলম শেখ, বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, সহ সভাপতি জসিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এইচ,এম নজরুল ইসলাম।