Advertisement


প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা

গত ১৬ই নভেম্বর ভোলা জেলার বোরহানউদ্দিন থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা দৈনিক মুক্তির পথ পত্রিকায় "মহেশখালীতে ইয়াবাচক্রের প্রধান খাইরুল আমিন অটো চালক থেকে এখন কোটি টাকার মালিক" শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে যাহা প্রকাশিত হয়েছে তাহা সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর। সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে স্বার্থহাসিল করার কু-মানষে অপপ্রচার চালাচ্ছে একটি মহল।

ওই চক্রটি মহেশখালীর বড় মহেশখালীসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও সম্মানিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। প্রকৃত কথা হল- স্থানীয় একটি রাস্তার জায়গাজমি সংক্রান্ত বিরুধকে কেন্দ্র করে একটি কুচক্রী মহলের ইন্দনে সাধারণ অটো চালক খাইরুল আমিনকে ঘায়েল করতে এবং সমাজে হেয়প্রতিপন্ন করে হীন উদ্দেশ্য হাসিল করতে মরন নেশা ইয়াবারমতো মাদকের সাথে জড়িত আছে বলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। অটো চালক খাইরুল আমিন ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জানান, স্থানীয় আরিফুর রহমান একজন মাদকসেবী যার বাড়ীতে মাদক সহ পুলিশ একজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে ওই মাদক কারবারির সাথে মাদকসেবী আরিফুর রহমান কেও আসামী করে মামলা দিয়েছিল থানার পুলিশ। আরিফুর রহমান নিজের অপকর্ম ডাকতে একজন সাধারণ অটো চালক খাইরুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন প্রচার মাধ্যমে অপপ্রচার করে আসছে। উক্ত মিথ্যা প্রচারিত সংবাদের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্টু তদন্ত পূর্বক ন্যায় বিচার প্রার্থনা করেছেন অটো চালক খাইরুল আমিন। সাথে সাথে উক্ত মিথ্যা সংবাদের বিষয়ে স্থানীয় সচেতন মহল ও প্রশাসনকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত আহবান জানান মানষিক ভাবে ক্ষতিগ্রস্থ খাইরুল আমিন ও তার পরিবার।

Uncut