Advertisement


পুলিশের ভূমিকায় রহস্যঃ মহেশখালী হত্যাচেষ্টা মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে


এম. বশির উল্লাহ।।

উপজেলার বড় মহেশখালীর মধুয়ার ডেইল এলাকার আলোচিত মনজুর হত্যাচেষ্টার মামলার ৩ মাসেও আসামিদের কেউই গ্রেফতার হয়নি। মামলার বাদির অভিযোগ পুলিশ আসামিদের সামনে পেয়েও ধরছে না -ফলে আবারও পুলিশের প্রতি সাধারন মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে।

সূত্রে জানা যায়, মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মধুয়ার ডেইল এলাকায় পারিবারিক বিরোধ নিয়ে গত ১১ সেপ্টেম্বর মারামারির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় মনজুর আহমদ গুরুতর আহত হন। তাকে প্রথমে মহেশখালী, পরে কক্সবাজার এবং তারও পরে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসা করা হয়। তার পায়ে ও হাতে গুরুতর আঘাত রয়েছে। এ ঘটনায় সে সময় মহেশখালী থানায় এক নারীসহ ৩ জনের বিরুদ্ধে হত্যাপ্রেচেষ্টা মামলা হয়েছিল। এদিকে অভিযোগ রয়েছে -মামলা দায়ের হওয়ার পর ৩ মাস গত হলেও আসামি ধরা তো দূরের কথা বাদির সাথে কথাও বলতে চায়নি মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশখালী থানার এস আই বাপ্পি সরদার। মামলার বাদি আহতের পুত্র খোকন বলেন -একাধিক বার আসামিদের অবস্থান ও গতিবিধির জানালেও অদৃশ্য কারণে পুলিশ আসামিদের গ্রেফতারের উদ্যোগ নেয়নি। বর্তমানে আহতের পরিবারটি হামলাকারীদের হুমকির মুখে রয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বক্তব্য নিতে চেষ্টা চালিয়েও মামলাটির তদন্ত কর্মকর্তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে মহেশখালী থানার ওসি আবদুল হাই বলেন -আমরা সকল প্রকার মামলার আসামীদের গ্রেফতার করতে ইতোমধ্যে অভিযান শুরু করেছি। আশা করি দ্রুত সময়ে তারা ধরা পড়বে। তিনি এ নিয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।