Advertisement


মহেশখালীতে পরিবশে বান্ধব কাপড়ের মাস্ক দিলো জেলা প্রশাসন


এম.বশির উল্লাহ।।

মহেশখালীতে পরিবেশ বান্ধব ৩ হাজার কাপড়ের মাস্ক ও মহেশখালী হাসপাতালের জন্য ৫টি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

৯ ডিসেম্বর সকালে উপজেলা মিলনায়তনে এই সামগ্রী প্রদান করেন তিনি।

এসময় জেলা প্রশাসক সহ উপস্থিত ছিলেন এডিসি মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমান, উপজেলা চেয়ারম্যান শরিফ বাদশা, সহকারি কমিশনার ভূমি সুইচিং মং মারমা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি মুক্তিযুদ্ধা সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মহেশখালী আদিনাথ মন্দিরে পর্যটকদের জন্য একটি ওয়াজ টাওয়ারের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন তিনি জেলা প্রশাসক।

এই ওয়াজ টাউয়ারের জন্য জেলা প্রশাসকের নিজস্ব তহবীল থেকে ৪ লাখ টাকা অনুদান তুলে দেন উপজেলা প্রশাসনের হাতে।

স্থানীয়রা জানান, মহেশখালীতে আগত পর্যটকরা বিনোদনেরর জন্য এই ওয়াজ টাওয়ারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।