Advertisement


কাল পাবলিক লাইব্রেরির নির্বাচন, ভোট হবে কেবল তিন পদে


অসীম দাশ।।

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে মহেশখালী উপজেলা পাবলিক লাইব্রেরির কার্যকরী কমিটির নির্বাচন। এতে শুধুমাত্র সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদেই কেবল ভোট অনুষ্ঠিত হবে। বাকি পদ গুলোতে প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় একমাত্র মনোনয়ন ফরম নেওয়া প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্ধীতায় নিবার্চিত ঘোষণা করেছে রিটার্নিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মো: গোলাম মাসুদ কুতুবী। 

বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে এম আজিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে শাহীন মুহাম্মদ, দপ্তর সম্পাদক পদে ফারুক ইকবাল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে নুরুল আলম হেলালী। এছাড়াও কমিটির চার কার্যকরী সদস্যের সবাই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্ধন্ধিতায়। তারা হলেন মো: ইসমাইল, মুহাম্মদ কুতুব উদ্দীন ইলাহী, তন্ময় সুশীল বিশ^, মনজুর আহমদ।

নির্বাচনের রির্টানিং অফিসার সুত্রে জানা গেছে, কাল সাধারণ সম্পাদক পদে লড়বেন বাঁশী রাম দে, মোহাম্মদ রফিক(নিলয় রফিক), মোহাম্মদ সাফায়াত জামিল(দিদার) ও আমিনুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়বেন আবদু রশিদ ও মুনির উদ্দীন।