সব খবর প্রতিবেদক।।
ইউএনও মাহফুজুর রহমান মহেশখালীতে যোগদানের পরপরই শুরু করেছিলেন উপজেলা প্রশাসনের আয়োজনে সাপ্তাহিক গণশুনানির কার্যক্রম। শুরুর দিকে সপ্তাহের একদিন (বুধবার) উপজেলা নির্বাহী অফিসার মানুষের অভিযোগের কথা শোনে তার তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা করতেন। পরে দুরবর্তী জনগণের কথা মাথায় রেখে গণশুনানি করতে বিভিন্ন এলাকায় যাবেন। -এমন ঘোষণা দিয়েছিলেন তিনি। গেল মাসের শেষদিকে (২২ ডিসেম্বর) ছোট মহেশখালী ইউনিয়নে গণশুনানির আয়োজন বসার মাধ্যমে শুরু হয়েছিলো প্রশাসনের ইউনিয়নে-ইউনিয়নে নতুন এই গণমুখী কার্যক্রম।
এরই ধারাবাহিকতায় এবারের গণ-শুনানি আয়োজিত হচ্ছে হোয়ানক ইউনিয়নে। আগামীকাল সকাল এগারোটা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই গণ-শুনানি শুরু হবে। হোয়ানক ইউনিয়নের সাধারণ জনগণ তাদের বিভিন্ন অভিযোগ, পরামর্শের জন্য কাল বুধবার ইউনিয়ন পরিষদে আসার জন্য আহ্বান জানানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
সব খবর/ অসীম দাশ