Advertisement


মাতারবাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের প্রতি শুভসংঘের শোক


মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ও আহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন কালের কন্ঠ-শুভসংঘ মহেশখালী শাখা। 

এক শোক বার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাতারবাড়িতে এ পর্যন্ত ৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়াগেছে। সংশ্লিষ্টদের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন -মোহাম্মদ আহসান (১২) পিতাঃ জাহাঙ্গীর আলম। ঠিকানা- দক্ষিণ মিয়াজীর পাড়া, মাতারবাড়ি। এমদাদুল রহমান (১০) পিতা: আজিজুর রহমান, ঠিকানা- বলির পাড়া, ৫নং ওয়ার্ড, মাতারবাড়ি।বেলুন বিক্রেতা মোহাম্মদ জসিম (২০) ঠিকানাঃ- হারবাঙ, চকরিয়া।

সংবাদ বিজ্ঞপ্তিি।।