Advertisement


জাপানে নিজ থেকে কোয়ারেন্টাইনে থাকা প্রায় ২শ ব্যক্তির মৃত্যু


জাপান জুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নিজ উদ্যোগে বাড়ি বা অন্যান্য স্থানে কোয়ারেন্টাইন বা বিচ্ছিন্ন থাকা ব্যক্তির অবস্থা হঠাৎ করে খুব খারাপ হয়ে যাওয়ায় এরকম প্রায় ২শ জনের মৃত্যু ঘটেছে।


জাতীয় পুলিশ এজেন্সি বলছে, গত বছরের মার্চ থেকে এই জানুয়ারি পর্যন্ত এধরনের অন্তত ১শ ৯৭টি মৃত্যু নিশ্চিত করা হয়েছে।


এজেন্সি জানাচ্ছে, জানুয়ারির ১ থেকে ২০ তারিখ পর্যন্ত প্রায় ৩ সপ্তাহে এধরনের ৭৫টি মৃত্যু নিশ্চিত করা হয়। এটি ডিসেম্বরে নিশ্চিত হওয়া ৫৬টি মৃত্যুকে ছাড়িয়ে গেছে।


এজেন্সি জানাচ্ছে, অনেক ঘটনার ক্ষেত্রে ভাইরাস বহনকারীর মৃত্যুর পরই কেবল সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। অসুস্থ হয়ে পড়ার পরও রোগীদের সাধারণত দ্রুত চিকিৎসা প্রতিষ্ঠানসমূহে যেতে দেখা যায়নি।


কিছু স্থানীয় সরকার অবশ্য বাড়িতে রোগীদের অবস্থা যাচাইয়ের জন্য নার্সদের পাঠাচ্ছে।