আবদুর রহমান রিটন।। মাতারবাড়ির নতুন বাজার মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু খবর নিশ্চিত হওয়াগেছে।
নিহতরা হলেন এরশাদুল রহমান, পিতাঃ আজিজুর রহমান, বলির পাড়া, মাতারবাড়ি। মোহাম্মদ এহসান, পিতাঃ উলা মিয়া, দক্ষিণ মিয়াজী পাড়া, মাতারবাড়ি ও বেলুন বিক্রেতা জসিম উদ্দিন (২০)। সে চকরিয়ার হারভাঙ এলাকার বাসিন্দা।
এ বিস্ফোরণের ঘটনায় আরও একাধিকজন আহত রয়েছে৷