নিজস্ব প্রতিনিধি।। কক্সবাজার সদরের পোকখালীতে একটি পোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল আজিজ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আবদুল আজিজ মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উমবনিয়া পাড়া এলাকার আবদুস সালামের পুত্র বলে জানা যায়।
সূত্র জানায় -রবিবার (৩জানুয়ারি) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে ইউনিয়নের বাংলা বাজার এলাকায়। স্থানীয়রা আব্দুল আজিজকে উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা নিহতের স্বজনরা জানান, আবদুল আজিজ মাস দুয়েক আগে ঐ পোল্ট্রি ফার্মে কর্মচারী হিসেবে যোগদান করেন। তারা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ঘটনার সময় নিহত আজিজ বৈদ্যুতিক সুইচ অপ করার সময় অসাবধানতা বসত শর্ট লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনিক প্রক্রিয়া শেষে মৃতদেহ মহেশখালী নিয়ে আসার প্রক্রিয়া চালাচ্ছে স্বজনরা।