Advertisement


ছোট মহেশখালীতে নুরানী একাডেমি, হেফজখানা ও এতিমখানার উদ্বোধন


উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা বড় কবরস্থান সংলগ্ন এলাকায় অবস্থিত 'হযরত ওমর ফারুক (রঃ) নুরানী একাডেমি, হেফজখানা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে।

ফিতা কেটে নতুন এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। এসময় উপস্থিত ছিলেন ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাস্টার এনামুল করিমসহ অন্যরা।

এ সময় এমপি আশেক আশা প্রকাশ করেন -নতুন এ শিক্ষা প্রতিষ্ঠানটি এ এলাকাকে শিক্ষায় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

আয়োজনে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রায় এমপির সহযোগিতা কামনা করেন।