নিহতদের পরিচয়ঃ
কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার জালাল আহমদের পুত্র ইসহাক মিয়া, একই ইউনিয়নের ঘটভাঙ্গা এলাকার কবির আহমদের পুত্র আব্দুল আজিজ ও ডেসবুনি পাড়া এলাকার আব্দুল গফুর এর পুত্র মো. রফিক উদ্দন। সৌদি আরবের মদিনাস্থ উয়ুন থানার বরাত দিয়ে সৌদি আরবস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সূত্র এ তথ্য জানিয়েছেন।