Advertisement


সৌদি আরবে নিহত মহেশখালীর ৩ জনের পরিচয়

সৌদি আরবে মদিনা শহরের অদূরে একটি সোফা তৈরির কারখানায় বুধবার সৌদি আরবের স্থানীয় সময় রাত অনুমান ৪টার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন প্রবাসী মৃত্যুবরণ করেছেন। নিহত ওই ৭ শ্রমিকের মধ্যে ৩ জনই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। তারা উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটভাঙ্গার লোক বলে জানাগেছে। 

নিহতদের পরিচয়ঃ 

কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার জালাল আহমদের পুত্র ইসহাক মিয়া, একই ইউনিয়নের ঘটভাঙ্গা এলাকার কবির আহমদের পুত্র আব্দুল আজিজ ও ডেসবুনি পাড়া এলাকার আব্দুল গফুর এর পুত্র মো. রফিক উদ্দন। সৌদি আরবের মদিনাস্থ উয়ুন থানার বরাত দিয়ে সৌদি আরবস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সূত্র এ তথ্য জানিয়েছেন।