Advertisement


মহেশখালীতে ১১ হাজার করোনা ভ্যাকসিন আসবে


আ ন ম হাসান।।
মহেশখালীতে প্রাথমিক ভাবে ৫ হাজার জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এ নিয়ে ১১ হাজার ডোজ ভ্যাকসিন আসবে মহেশখালীতে। আজ মহেশখালীতে এ সংক্রান্ত একটি সভায় এমন তথ্য জানানো হয়েছে। 

জানাগেছে -মহেশখালীতে মোট ভ্যাকসিন বরাদ্দ ১১হাজার ৷ প্রাথমিক ভাবে সর্বোচ্চ ৫ হাজারকে দুইবার করে দেওয়া হবে রেজিষ্ট্রেশনের ভিত্তিতে ৷ ২ডোজ করে ১১হাজার ৫হাজার জনকে ৷

বরাদ্দকৃত করোনা ভ্যাকসিন কাজে লাগানো না গেলে অন্য উপজেলায় এ ভ্যাকসিন অন্য উপজেলায় পাঠিয়ে দেওয়া হবে বলে সভায় জানানো হয়৷

আলোচকরা বলেন -ভ্যাকসিন প্রসংগে সাধারণ মানুষের মাঝে সচেতনতা কম ছিলো বলে একটা ভয় থেকে গেছে ৷ টিকার ট্রাক মেয়াদ সম্পর্কে নির্দিষ্ট তেমন মেয়াদের বিষয়ে জানা না গেলেও প্রাথমিকভাবে একবছরের মেয়াদ বলা হয়েছে ৷ এবং এ নিয়ে এখনো গবেষণা আছে বলে জানানো হয় ৷ প্রথম পর্যায়ে হসপিটাল বেইজড টিকা দেওয়া হবে ৷

আজ মহেশখালী উপজেলা সম্মেলন কক্ষে এ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন, টিএইচও ডাঃ মাহফুজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী জহির উদ্দিন, প্রকৌশলী সবুজ কুমার দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকনসহ সকল ইউনিয়ন সচিব, উদ্যোক্তা, এবং এনজিও প্রতিনিধিগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ৷