Advertisement


মকছুদ কিংবা সরওয়ার ?


অসীম দাশ।।

তফসিল ঘোষণার পরপরই ভোটের উঞ্চতা টের পাচ্ছেন মহেশখালীর পৌর নাগরিকরা। এদিকে সময়ের সাথে সাথে ছোট হয়ে আসছে মেয়র প্রার্থীদের তালিকাও। বাড়ছে টেনশনও। কেন্দ্র থেকে ঘোষণার আগে প্রাক প্রস্তুতিতে অসংখ্য নেতা মনোনয়ন প্রত্যাশি হলেও বেলা শেষে একজনের কপালেই জোটে কাঙ্খিত নৌকা! আর সেই নৌকার খুব কাছাকাছি পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে মহেশখালীর বর্তমান ও সাবেক দুই মেয়র।

শুরু থেকেই বর্তমান মেয়র আলহ্বাজ মকছুদ মিয়া যেমন আবার মনোনয়ন পেতে দৌড়াচ্ছেন, চালাচ্ছেন জোর প্রচেষ্টা, তেমনি সাবেক মেয়র সরওয়ার আজমও এবার মরনপণ চেষ্টাই করছে দলীয় সমর্থনে প্রার্থী হতে। চুপটি করে বসে নেই ক্ষমতাসীন দলের ভাতৃপ্রতীম সংগঠন যুবলীগের উপজেলা কমিটির সাবেক সভাপতি শাহজাহানও। 

নানান সূত্র জানাচ্ছে, মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের অনেক নেতা মনোনয়ন নিলেও শেষাবধি ১১ জনের ১ জন হওয়ার দৌড়ে মূল লড়াইটা হচ্ছে বর্তমান মেয়র মকছুদ এবং সাবেক মেয়র সরওয়ারের মধ্যেই ! তবে এই দুইজন নাকি অন্য কেউ কারিশমা দেখিয়ে প্রতীক পেয়ে যাচ্ছেন ! সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।