বার্তা পরিবেশক।। সোনাদিয়া, কুতুবজোম ইউনিয়নের একটি ওয়ার্ড। গতকাল মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন পরিষদটির বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন সোনাদিয়া দ্বীপে নির্বাচনী গণসংযোগে যান। অনেকটা তিনি একাই এ গণসংযোগে যান -নিবৃতে সোনাদিয়ার মানুষগুলোর সাথে দেখা করতে। সকালে যখন তিনি সোনাদিয়া গিয়ে পৌঁছেন -তখন দ্বীপে তার আসার খবর পেয়ে গ্রামের অসংখ্য জনতা তাকে দেখতে ছুটে আসেন।
সোনাদিয়া -কম মনুষের বসতি থাকা বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হলেও মুহূর্তে অসংখ্য লোকের সমাগম ঘটে এবং তাকে দেখে ভালোবাসার প্রকাশ ঘটান দ্বীপবাসী। পরে তিনি সোনাদিয়া সাইক্লোন সেল্টারসহ বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত সভায় সোনাদিয়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি বলেন -তিনি কখনও সোনাদিয়ার মানুষকে ভুলেনি, ভুলে থাকতে পারেনাই। এ সোনাদিয়াবাসীর স্বার্থ রক্ষার জন্য তিনি সব সময় সক্রিয় ছিলেন, বেজা সহ বিভিন্ন স্থানে একের পর এক জোর তদবীর করে গেছেন। আগামীতেও সোনাদিয়াবাসীর স্বার্থহানী হয় এমন কিছু হলে তিনি সোনাদিয়াবাসীর সাথে থাকবেন। এ সময় তিনি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা কামনা করেন।