Advertisement


মহেশখালীতে টেকনিক্যাল কলেজ মোডে আবারও সড়ক দুর্ঘটনা


নিজস্ব প্রতিবেদক।। প্রধান সড়কের বড় মহেশখালীস্থ আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজ মোডে আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ সকালে সংঘটিত এ ঘটনায় অন্ততঃ ৩ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটি গাড়ি। আহত এক যাত্রীর অবস্থা সংকটাপন্ন বলে জানাগেছে।

জানাগেছে -সকাল ৯টার কিছু সময় পর প্রধান সড়কের ওই স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএসটি চালিত টেক্সি ও অপর একটি মিশুক গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সিতে থাকা লোকজন সড়কে ছিটকে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় গাড়ি।

দুর্ঘটনায় আহত একজনের অবস্থা সংকটাপন্ন বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন। পথচারীরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

প্রসঙ্গতঃ সড়কের এ পয়েন্টে ধরাবাহিক ভাবে গাড়ি দুর্ঘটনা ঘটে আসছে। কয়েকদিন আগেই এখানে চকরিয়া থেকে আসা একটি চান্দের গাড়ির ধাক্কায় একটি সিএনজি চালিত টেক্সি ক্ষতিগ্রস্ত হয়। সেবার এ শিশুসহ দু'জন আহত হয়ে এখনও চিকিৎসাধীন বলে জানা গেছে।