বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সোহায়েত বদরখালীর আলোচিত নুরুল হুদা হত্যার মামলার প্রধান আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। তাকে গ্রেপ্তার করতে তার পিছনে একাধিক সোর্স নিয়োজিত করা হয়। সোমবার সকাল দশটায় বদরখালী তিন নম্বর ব্লক মাঝেরপাড়া স্টেশনে ঘোরাঘুরি করছে এমন খবর পেয়ে সাবেক ছাত্রনেতা হেফাজ সিকদার লোকজন নিয়ে তাহাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
গ্রেপ্তার সোহায়েত বদরখালী ইউনিয়নের মগনামা পাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।
সোহায়েতকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে উল্ল্যেখ করে তিনি বলেন,সে ওই এলাকার চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, লুটপাটসহ একাধিক মামলা রয়েছে।