Advertisement


ধলঘাটায় রাতে পুকুরে পড়ে(ডুবে) শিশুর মৃত্যু


রকিয়ত উল্লাহ।।
মহেশখালীর ধলঘাটায় রাতে পুকুরের ডুবে মুহাম্মদ শাকিল  নামে ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি ধলঘাটার  বেগমবুনিয়া গ্রামের মুহাম্মদ ছলিম উল্লাহ্ ও মুবিনা বেগম দম্পতির ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২১ জুন) রাত ১০টার সময় ভাত খাওয়ার জন্য নিহত শিশুটির মা তালাশ করে। পরে শিশুকে কোথাও  খুজে না পেলে এদিকে-সেদিক খুঁজতে থাকে পরিবারে সদস্যরা। ঠিক তার কিছুক্ষণ পর বাড়ির পুকুরে তার লাশ ভেসে উঠে। পরে শিশুকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পিতা ছলিম উল্লাহ জানান, বাড়ীতে খেলতে খেলতে পুকুর কাছে হওয়ায় হঠাৎ পুকুরে পড়ে যায়, পরে শিশুকে না পেয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে ভেসে উঠে।।