Advertisement


মহেশখালীতে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা নিয়ে ছিলো বেশ উৎসাহ


সবখবর রিপোর্ট।। করোনা মহামারির মধ্যে সব ধরনের জমায়েত বন্ধ রাখার নির্দেশনা থাকলেও কোপা আমেরিকা কাপ জয়ে মহেশখালীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। রবিবার (১১ জুলাই) ভোরে শুরু হওয়া প্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই বেশ হই-হট্টগোলের মধ্য দিয়েই উপভোগ করেন সমর্থকরা। এ অঞ্চলে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনা ও উচ্ছ্বাসের কমতি ছিল না। জয়ের পর মহেশখালীর পাড়া ও মহল্লায় মিছিল নিয়ে নামেন আর্জেনটাইন সমর্থকরা।

আমাদের সংবাদদাতা রকিয়ত উল্লাহ জানান, ফাইনাল এ ম্যাচটি নিয়ে মহেশখালী থানার আইনশৃংখলা বাহিনী দুই দলের সমার্থকদের মাঝে অপরাধ কর্মকাণ্ডের শাঙ্কায় থাকলেও উপজেলার মোহরাকাটায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোনো অঘটন ঘটেনি।

আর্জেন্টিনার সমর্থকরা বলেন, ‘ছোট বেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্ট করি। আর লিওনেল মেসিকেও অনেক ভালো লাগে। আমাদের প্রিয় দল চ্যাম্পিয়ন হওয়ায় অনেক খুশি হয়েছি। এজন্য আনন্দ মিছিলে অংশ নিয়েছি।’

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, "এ ফুটবল ম্যাচ নিয়ে রাত থেকেই আমরা মনিটরিংয়ে ছিলাম। কোনো অঘটন ঘটছে কি না সেদিনে নজর ছিলো আমাদের। স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টায় ছিলাম জনসমাগম বন্ধে।