Advertisement


মহেশখালীতে মুক্তিযোদ্ধার সন্তানকে মারধোর, থানায় অভিযোগ


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে এক  মুক্তিযোদ্ধার সন্তানকে শারিরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তিনি ছোট মহেশখালীর দক্ষিণ নলবিলার বীর মুক্তিযোদ্ধা মৃত কালা মিয়ার পুত্র নুরুল আমিন(৩৮)। তিনি পেশায় একজন টমটম চালক। এ ঘটনায় ভুক্তভোগী মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর বিকাল ৩টায় ছোট মহেশখালী রশিদ মিয়ার ব্রিজের পাশ থেকে মুক্তিযোদ্ধা মরহুম কালা মিয়ার পুত্র নুরুল আমিনকে কিছু দুবৃর্ত্তরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তুলে নিয়ে গিয়ে মারধর করে ঠাকুরতলায় আটকে রাখে। তাদের এলোপাথাড়ি মারধরে নুরুল আমিনের গায়ে জখম হয় এবং শার্ট ও লুঙ্গি ছিঁড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বলে জানা যায়।

ভুক্তভোগী নুরুল আমিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে ডেইল পাড়া গ্রামের মৌ. শফির পুত্র মো. কাউছার ও গোরকঘাটা পশ্চিম পাড়া গ্রামের মো. শফির পুত্র খাইরুল আমিনসহ কয়েকজন এসে আমাকে মারধর করে এবং উপার্জিত ৬০০ টাকা কেড়ে নেয়। পরে থানায় তাদের নামে অভিযোগ দেওয়ার পরও  তাৎক্ষণিক ভাবে আইনী সহয়তা না পাওয়ায় হুমকিতে ভূগছে বলে জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুল হাই জানান -একটি অভিযোগ পেয়েছি,তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রকিয়ত উল্লাহ//