Advertisement


মাতারবাড়িতে টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু, এলাকায় উত্তেজনা


আব্দুর রহমান রিটন।।
মাতারবাড়িতে ব্যাটারী চালিত টমটম (ইজিবাইক) এর ধাক্কায় রোকেয়া বেগম নামের তিন বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে। এ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন।

জানা গেছে- ৪ অক্টোবর বিকেল ৫টার দিকে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সাইরার ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রোকেয়া বেগম ওই এলাকার ইসিম মাঝির কন্যা।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোকেয়া বিকেল ৫টার দিকে খেলার ছলে ঘর থেকে বের হয়। এ সময় দক্ষিণ সাইরার ডেইল স্টেশন থেকে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী টমটম সড়কের এক পাশে থাকা শিশু কন্যা রোকেয়া বেগমকে ধাক্কা দিলে তার পেটে গুরুতর জখম হয়। এবং ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘটনার পরপরই টমটম (ইজিবাইক) চালক তার গাড়িটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।

নিহতের পরিবার ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু রোকেয়াকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে ঘাতক টমটম চালক মাতারবাড়ীর ৪ নম্বর ওয়ার্ড়ের বাসিন্দা আলীকে স্থানীয়রা শনাক্ত করেছেন বলে নিশ্চিত করেছেন মাতারবাড়ির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ আলী।

মহেশখালী থানার অফিসার ইন-চার্জ(ওসি) মুহাম্মদ আবদুল হাই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের প্রশাসনের টিম রয়েছে। এখনও পর্যন্ত চালককে সনাক্ত করা হয়নি। চালক সনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাতক আলীকে আটকের দাবিতে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ফলে সড়ক বন্ধ থাকায় সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে ।

সম্পাঃ রকিয়ত/