Advertisement


মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও স্টকহোল্ডাদের নিয়ে মতবিনিময়


রকিয়ত উল্লাহ।।
মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প ( সওজ অংশ) প্রকল্পের  ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও স্টকহোল্ডাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

৬ নভেম্বর শনিবার সকাল ১১টায় কালারমার ছড়া ইউনিয়ন পরিষদ হলে এ সভা অনুষ্ঠিত হয়।
 
পুনর্বাসন বাস্তবায়নকারী এনজিও সিসিডিবির উদ্যোগে কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব ইউসুফ আলী।

সভায় ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষে থেকে  বিভিন্ন দাবি তুলে ধরা হয়। তারা বলেন -আমরা উন্নয়ন চাই তবে পরিকল্পিত উন্নয়ন হলে আমাদের প্রায় ৮শত ঘরবাড়ি রক্ষা পাবে। যে দিক দিয়ে সার্ভে হচ্ছে তার একটু পশ্চিমে আমাদের অনেক চাষাবাদের জমি রয়েছে। সেগুলো অধিগ্রহণ করলে আমাদের কোন আপত্তি নেই তবে মাথা গোজার ঠাই বসত ভিটা উচ্ছেদ না করে বিকল্প হিসাবে কাজ করার অনুরোধ করেন।

ক্ষতিগ্রস্তদের কথা শোনে প্রধান অতিথির বক্তব্য স্থানীয় সরকার মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব ইউসুফ আলী বলেন -আমরা ক্ষতিগ্রস্ত জমির মালিকের কথা শোনেছি, আমরা চাই যাতে ঘরবাড়ি উচ্ছেদ না করে কিভাবে উন্নয়ন করা যায় তা নিয়ে কাজ করতেছি আমরা। প্রকল্প উন্নয়ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 
সভায় আরও উপস্থিত ছিলেন সিসিডিবি কর্মকর্তা, ইউপি সদস্যসহ ক্ষতিগ্রস্ত জমির মালিকগণ।