Advertisement


এবার মহেশখালীর বঙ্গবন্ধু পার্ক ও ভূমি অফিসে বসলো ডিজিটাল সাইনবোর্ড


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালীতে এবার বঙ্গবন্ধু পার্ক ও উপজেলা ভূমি অফিসে বসলো ডিজিটাল সাইনবোর্ড। মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ডিজিটাল সাইন বসানো হয়।

সূত্র জানিয়েছে -মহেশখালী উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম যোগদানের পর ভূমি অফিসের কম্পাউন্ডকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেন। এখানে পার্কের আদলে গড়ে তোলা হয় একটি দৃষ্টিনন্দন বাগান। নাম রাখা হয় 'বঙ্গবন্ধু পার্ক'। এবার সে বাগনেই বসলো ডিজিটাল সাইনবোর্ড। প্রধান সড়কের পাশে হওয়ায় রাতের আঁধারে পথচারীদের কাছে তা এক নতুন দ্যােতনার সৃষ্টি করছে বলে অনেকই মনে করছেন।

মূলতঃ বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলামের প্রচেষ্টায় এ ডিজিটাল সাইনবোর্ডে বসানো হলো।

এদিকে একই সাথে মহেশখালী ভূমি অফিসের সামনেও অনুরূপ সাইনবোর্ড বসানো হয়েছে। ভূমি অফিসের সীমানা প্রাচিরের মূল ফটকে প্রধান সড়ক ঘেষে বসানো হয় এ সাইনবোর্ড। ভূমি অফিসে এ প্রথমবারের মতো ডিজিটাল সাইনবোর্ড বসলো।

এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন -ছোট ছোট চেষ্টা ও পরিবর্তনের মধ্য দিয়ে সুন্দর কিছুর দিকে এগিয়ে যাওয়া সম্ভব। তাই মহেশখালীকে দৃষ্টিনন্দন করার পরম্পরা অব্যহত রাখার চেষ্টা থাকবে।