Advertisement


এবার মহেশখালী আইল্যান্ড হাই স্কুলে প্রশাসনের 'পত্রিকা কর্ণার' উদ্বোধন


সংবাদদাতা প্রেরিত।। পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের বাহ্যিক জ্ঞানসহ দেশবিদেশের খবরাখবর সম্পর্কে জানাতে এবং পত্রিকা পড়ার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে মহেশখালী আইল্যান্ড হাই স্কুলে পত্রিকা কর্ণার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে এই 'পত্রিকা কর্ণার'র উদ্বোধন করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন- "আমি নিজেও সাংবাদিকতা করেছিলাম। শিক্ষার্থীদের পত্রিকা পড়ার আগ্রহ সৃষ্টির জন্যই মহেশখালীর প্রত্যেকটি বিদ্যালয়ে 'পত্রিকা কর্ণার' করার উদ্যোগ নিয়েছি।"

দশম শ্রেণীর শিক্ষার্থী ওহী আনোয়ারের সঞ্চালনায় ও বড়মহেশখালী ইউপি চেয়ারম্যান শা.আ.ম এনায়েত উল্লাহ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, উপজেলা কৃষি অফিসার মমিনুল ইসলাম। এসময় স্কুলের প্রধান শিক্ষক এম আজিজুল হক। এ সময় অন্যান্য শিক্ষকগণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।