শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে এই 'পত্রিকা কর্ণার'র উদ্বোধন করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন- "আমি নিজেও সাংবাদিকতা করেছিলাম। শিক্ষার্থীদের পত্রিকা পড়ার আগ্রহ সৃষ্টির জন্যই মহেশখালীর প্রত্যেকটি বিদ্যালয়ে 'পত্রিকা কর্ণার' করার উদ্যোগ নিয়েছি।"
দশম শ্রেণীর শিক্ষার্থী ওহী আনোয়ারের সঞ্চালনায় ও বড়মহেশখালী ইউপি চেয়ারম্যান শা.আ.ম এনায়েত উল্লাহ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, উপজেলা কৃষি অফিসার মমিনুল ইসলাম। এসময় স্কুলের প্রধান শিক্ষক এম আজিজুল হক। এ সময় অন্যান্য শিক্ষকগণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।