ডেস্ক রিপোর্ট।। তরুণ-যুব সমাজকে মাদকমুক্ত ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে মহেশখালীতে রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পর্দা উঠেছে। রবিবার (১০ ডিসেম্বর) রাত ৯টায় কালারমার ছড়ার মিজ্জিরপাড়ায় এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কালারমার ছড়া থেকে।। সরাসরি।।কালারমার ছড়া থেকে।। সরাসরি।। ব্যাটমিন্টন টুর্ণামেন্টন।।
Posted by moheshkhalirsobkhabor.com on Monday, January 10, 2022
কালারমার ছড়া ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম বিএ এর পৃষ্ঠপোষকতায় টুর্ণামেন্টের উদ্বোধন করেন মহেশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনুআরা ছৈয়দ।
মহেশখালী উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন নবযুগ ব্যবসায়ী সমিতি সংঘের সভাপতি আনছারুল করিম তালুকদার।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন- রবিউল হোসাইন, ইব্রাহীম রিজভী, শামসুল আলম, আকবর আলী খান, গফুর বলি, ফরিদ মাঝি, শফিউল আলম বাঁশি ও মনছুর আলম।
আয়োজকরা জানিয়েছে, টুর্ণামেন্টে ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে বিজয়ী দল পাবে ট্রফি ও ১৫ হাজার টাকার প্রাইজমানি। রানার্স আপ দল পাবে ট্রফি ও ১০ হাজার টাকার প্রাইজমানি।
টুর্ণামেন্ট সফল করতে আয়োজক কমিটির সভাপতি কাইছার হামিদ, সাধারণ সম্পাদক আরফাতুল ইসলামসহ সকল সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন।