Advertisement


‘কাঁচা বাদাম’ এর গায়ক ভুবন দুর্ঘটনায় আহত


গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন সেই ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর।  সম্প্রতি কেনা চার চাকার একটি গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি।

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সিউড়ির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন আহত ভুবন বাদ্যকর। হাসপাতাল সূত্র জানিয়েছে, আঘাত তেমন গুরুতর নয়।

‘কাঁচা বাদাম’ গান গেয়ে ভাইরাল ভুবন বাদ্যকর সম্প্রতি সেকেন্ড হ্যান্ড একটি গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শেখার সময়ই দুর্ঘটনা ঘটে। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা দেয়। তার বুকে ও মুখে আঘাত লেগেছে। বুকের এক্সরে করানো হয়েছে।

সম্প্রতি ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দিনে আরও দেড় লাখ টাকা তুলে দেওয়া হবে তার হাতে।

জিনিউজের খবরে বলা হয়, সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়েই ওই গাড়ি কিনেছিলেন তিনি।