Advertisement


মহেশখালীতে বাড়ি লুটে বাধা দেওয়ায় দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ


বার্তা পরিবেশক।।
মহেশখালী পৌরসভার দক্ষিণ রাখাইন পাড়ায়  দিনদুপুরে একটি বসত ঘরে লুটপাটের অভিযোগ ওঠেছে। গত ২২ই মার্চ বিকাল ২ টার এঘটনা ঘটে।

সূত্রে জানা যায়,  পৌরসভার স্থানীয় সন্ত্রাস আবুল কালাম (৩০) এর নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী  অস্ত্র সস্ত্র নিয়ে একই এলাকার হাসান উদ্দিন মামুনের বাড়িতে লুঠপাট চালায়। এসময় আড়াই ভরি স্বর্ণ ও ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী হাসান। তিনি আরও বলেন   সন্ত্রাসীদের বাঁধা দেওয়ায় দশম শ্রেণীর ছাত্র  আরশান মুহাম্মদ শাহিন (১৬) কে ধারালো দা, কিরিচ নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা এসে আহতকে  মুমূর্ষু অবস্থায় মহেশখালী হাসপাতালে নিয়ে আসে।শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।  

সূত্রে জানা যায়, গত ২২ ই মার্চ সকালে আরসান তাদের পারিবারিক পুকুরে মেয়েদের উত্যক্ত করার কারণে কামাল হোসেনের সাথে আরসানের বাক বিতণ্ডা হয়। স্থানীয়রা এটা মীমাংসা করে দেয়। পরে আরসানের বাড়ির সবাই পাশের একটা মেয়ের কর্ণছেদন অনুষ্ঠানে যাওয়ায় বাড়িতে জনশূন্যের খবর পেয়ে তারা লুঠপাট করতে আসে। এসময় বাঁধা ঘরে থাকা আরসান বাঁধা দেওয়ায় তাকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।