কালারমার ছড়া সংবাদদাতা।। কালারমার ছড়া ইউনিয়নের শান্ত-শিষ্ট চৌকিদার(গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য) হিসেবে পরিচিত নুর মোহাম্মদ চৌকিদার মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহে ওয়িন্না ইলাইহে রাজিউন)। তার বড় সন্তান জসিম উদ্দিন টেলিফোনে এ তথ্য জানিয়েছেন। আজ সকাল ১০টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কালারমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তারেক বিন ওসমান শরীফ।
বড় সন্তান জসিম উদ্দিন- তার হাতের উপরই তার বাবার মৃত্যু হয়েছে উল্লেখ করে বলেন- গত ৪-৫ মাস আগে তার বাবার হার্টের রোগ ধরা পড়ে। এর পর থেকে বিভিন্ন চিকিৎসকের অধিনে তার চিকিৎসা চলছিল। সর্বশেষ ডাক্তাররা চট্টগ্রামে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। দুই এক দিনের ভেতরে তাকে চট্টগ্রাম নিয়ে চিকিৎসা দেওয়ার কথা ছিলো। ১৪ মে (শনিবার) সন্তান জসিম উদ্দিন বাজারে মাছ বিক্রিতে ব্যস্থ ছিলেন। এ সময় তার বাবা তাকে ফোন করে অসুস্থতা বেড়েছে জানান। এ সময় দ্রুত এসে তার বাবা নুর আহমদ চৌকিদারকে বদরখালীর একটি হাসপাতালে নিয়ে যান, পরে ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় এম্বুলেন্সযোগে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। আজ সকাল ১০টায় ঝাপুয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে৷
[ আরও বিস্তারিত আসছে..]