Advertisement


খেলায় হামলার ঘটনাটি পুরোদস্তুর গুণ্ডামি, তীব্র নিন্দা

মুজাহিদুল হক সৌরভ


চোর চুরি করাকে অপরাধ মনে করে না। ডাকাতও ডাকাতি করাকে নিজেদের হক মনে করে। জাহেলী যুগেও কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া তাদের পিতা-মাতা ও সমাজ অপরাধ মনে করতো না।

আইনের ছাত্র হিসেবে দায়িত্ব নিয়ে বলছি এটা (কক্সবাজার স্টেডিয়ামে বিপ্লব কর্তৃক সুজনের মাথা ফাটিয়ে দেওয়া)  পুরো দস্তুর গুণ্ডামি ও সন্ত্রাসী হামলা এবং এখানে Grievous Bodily Harm সংগঠিত হয়েছে যা (ভিডওতে প্রমাণ হিসেবে আছে) দণ্ডবিধির ধারা ৩২৩,৩২৪,৩২৫ ও ৩২৬ সরাসরি কাভার করে।

অপরাধ ঢাকতে এখন কক্সবাজারের মানুষরা মহেশখালী দলের কোচকে মেরে মাথা ফাটিয়ে দেওয়াকে আবেগের কারণে সাময়িক উত্তেজনা ও ভুল বুঝাবুঝি হিসেবে প্রচার চালাচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমে বিগত ৩৫-৪০ বছরের মতো বারবার পার পেয়ে যাওয়ার ধান্ধায়।

গুণ্ডাটার দ্রুত গ্রেফতার দাবি করছি।