চোর চুরি করাকে অপরাধ মনে করে না। ডাকাতও ডাকাতি করাকে নিজেদের হক মনে করে। জাহেলী যুগেও কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া তাদের পিতা-মাতা ও সমাজ অপরাধ মনে করতো না।
আইনের ছাত্র হিসেবে দায়িত্ব নিয়ে বলছি এটা (কক্সবাজার স্টেডিয়ামে বিপ্লব কর্তৃক সুজনের মাথা ফাটিয়ে দেওয়া) পুরো দস্তুর গুণ্ডামি ও সন্ত্রাসী হামলা এবং এখানে Grievous Bodily Harm সংগঠিত হয়েছে যা (ভিডওতে প্রমাণ হিসেবে আছে) দণ্ডবিধির ধারা ৩২৩,৩২৪,৩২৫ ও ৩২৬ সরাসরি কাভার করে।
অপরাধ ঢাকতে এখন কক্সবাজারের মানুষরা মহেশখালী দলের কোচকে মেরে মাথা ফাটিয়ে দেওয়াকে আবেগের কারণে সাময়িক উত্তেজনা ও ভুল বুঝাবুঝি হিসেবে প্রচার চালাচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমে বিগত ৩৫-৪০ বছরের মতো বারবার পার পেয়ে যাওয়ার ধান্ধায়।
গুণ্ডাটার দ্রুত গ্রেফতার দাবি করছি।